খেলা বিভাগে ফিরে যান

T20WC24: সুপার ৮-র ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারাল টিম ইন্ডিয়া

June 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ সুপার ৮ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান।

প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ৮ উইকেটে ১৮১ রান করে। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন সূর্য কুমার যাদব। আফগানিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন রশিদ খান ও নবীন উল হক। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০ উইকেটে ১৩৪ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। ৩টি করে উইকেট নেন বুমরাহ ও আর্শদ্বীপ সিং। অবশেষে ৪৭ রানে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#t20 wc, #t20, #t20 wc 2024, #India, #Afghanistan

আরো দেখুন