বাংলাকে মডেল হিসেবে তুলে ধরেছে কৃষিমন্ত্রক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার কাজে নজির গড়েছে বাংলা। নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাম্প্রতিক এক বৈঠকে পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের আধিকারিকদের সামনে বাংলাকেই মডেল হিসেবে তুলে ধরেছে কৃষিমন্ত্রক। একইসঙ্গে জেলায় জেলায় কতটা সারের প্রয়োজন এবং কতটা জোগান রয়েছে, তা দেখতে এলাকায় এলাকায় কৃষিদপ্তরের আধিকারিকরা যাবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারের অতিরিক্ত দাম নিলে ডিলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলায় নিযুক্ত দপ্তরের আধিকারিকদের। তবে, সারের জোগান ঠিক রাখতে কেন্দ্রকেও জানানো হবে বলেও সূত্রের খবর।
মঙ্গলবার রাজ্যের কৃষি পরিস্থিতি নিয়ে প্রতিটি জেলার সঙ্গে বৈঠকে বসেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ছিলেন কৃষিসচিব ওঙ্কার সিং মিনা, কৃষি অধিকর্তা আশুতোষ মণ্ডল। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকেও রাজ্যের এই সাফল্য নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও কোন কোন ক্ষেত্রে বেশি নজর দেওয়ার প্রয়োজন সে বিষয়েও এদিন আলোচনা হয়েছে। বৈঠকের পরে শোভনদেববাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে কাজ করেই আমরা সফল হয়েছি এবং কেন্দ্র আজ বাংলাকে মডেল বলে তুলে ধরছে। তিনি আরও বলেন, আমরা কেন্দ্রের কাছে সার সরবরাহ ঠিক রাখার দাবি জানাব।