খেলা বিভাগে ফিরে যান

CopaAmerica24: কানাডাকে ২-০ হারাল মেসির আর্জেন্টিনা

June 21, 2024 | < 1 min read

কানাডাকে ২-০ হারাল মেসির আর্জেন্টিনা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কোপা আমেরিকার প্রথম ম্যাচে জয় পেল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ম্যাচ ছিল আর্জেন্টিনা ও কানাডার। প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তোলে আর্জেন্টিনা। ৪৯ মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন আলভারেজে। ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করেন লাউতারো মার্টিনেজ। ২-০ গোলে কানাডাকে পরাজিত করল আর্জেন্টিনা।

ম্যাচে খেলতে নেমেই নজির গড়েন লিওনেল মেসি। একমাত্র ফুটবলার হিসাবে কোপা আমেরিকায় ৩৫তম ম্যাচ খেললেন, ভাঙলেন ৩৪ ম্যাচ খেলা চিলির গোলরক্ষক সের্খিয়ো লিভিংস্টোনের রেকর্ড।

ভারতে অসংখ্য ফুটবল প্রেমী, অথচ এই দেশেই কোপা আমেরিকার সম্প্রচার হচ্ছে না। বহু ফুটবল প্রেমী এই নিয়েও আক্ষেপ করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Copa America 2024, #Lionel Messi, #Argentina, #Canada, #Copa America

আরো দেখুন