নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিতর্কিত তিন ফৌজদারি আইন কার্যকর না করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, নৈতিকভাবে নয়া আইন এখনই কার্যকর করা উচিত নয়। ২০২৩ সালের ২০ ডিসেম্বর, পুরনো ফৌজদারি আইনের বদলে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পাশ করায় কেন্দ্র। তিন আইনকে একসঙ্গে ন্যায় সংহিতা বলা হয়। নয়া আইন কার্যকর করা নিয়ে আপত্তি জানিয়েছিলেন বিরোধীরা। সেসব আপত্তিকে পাত্তা না দিয়ে ১৪৬ জন বিরোধী সাংসদকে বরখাস্ত করেছিল কেন্দ্র, আইন পাশ করানোও হয়। জানিয়ে দেওয়া হয়, দেশে ১ জুলাই থেকে তিন আইন কার্যকর হবে।
তৃণমূল সুপ্রিমো প্রথম থেকেই এই আইন কার্যকরে আপত্তি জানিয়ে এসেছেন। বাংলার শাসকদলের বক্তব্য, আইন যখন পাশ হয় তখন অধিকাংশ সাংসদ সাসপেন্ড ছিলেন। আলোচনাও হয়নি আইন নিয়ে। এই আইন কার্যকর হলে পুলিশি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ভারতে। চিঠিতে সেই আপত্তির কথা মোদীকে পুনরায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি, নৈতিকভাবে এই আইন কার্যকর করা উচিত নয়। অন্তত ১ জুলাই এই আইন কার্যকর না করে সময়সীমা খানিকটা হলেও পিছিয়ে দেওয়া উচিত।
মমতার মতে, স্বৈরাচারী মানসিকতা থেকে তিন আইন পাশ করানো হয়েছিল। গণতন্ত্রের কালো দিনে আইনটি তৈরি হয়েছিল। এবার এই আইনটি পুনরায় খতিয়ে দেখার সময় এসেছে। মুখ্যমন্ত্রীর দাবি, তিন আইন নতুন করে সংসদে পেশ করতে হবে। ওই আইনগুলি সেসময় দ্রুততার সঙ্গে পাশ করানো হয়েছিল। এবার আইনের অনেক ধারাতেই আপত্তি জানানো হবে। সেটা হলে, নতুন জনপ্রতিনিধিরাও আইনগুলি খতিয়ে দেখার সুযোগ পাবেন। উল্লেখ্য, ১৮ তম লোকসভার প্রথম সংসদ অধিবেশন বসবে ২৪ জুন থেকে।