রাজ্য বিভাগে ফিরে যান

নবদ্বীপ রানিরচড়ায় চরম ব্যস্ততা! কাঠ মিস্ত্রিরা মশগুল রথ নির্মাণে

June 21, 2024 | < 1 min read

রথযাত্রার আগে বাড়তি উপার্জনের আশায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নবদ্বীপ রানিরচড়ার মিস্ত্রিপাড়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নবদ্বীপ রানিরচড়ার মিস্ত্রিপাড়া, চাকীপাড়া ও আশপাশের এলাকার প্রায় ৪০টি পরিবার সারা বছর কাঠের কাজ করেন। তবে রথের আগে তাঁদের নিঃশ্বাস ফেলার সময় থাকে না। ঘরে ঘরে বিভিন্ন আকৃতির রথ তৈরি হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। রথযাত্রার আগে বাড়তি উপার্জনের আশায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নবদ্বীপ রানিরচড়ার মিস্ত্রিপাড়া, চাকীপাড়ার অধিকাংশ বাসিন্দারা।

কদম, গামারি, আকাশমণি ইত্যাদি গাছের কাঠ ও প্লাইউড দিয়ে ছোট বড় বিভিন্ন রথ তৈরি হচ্ছে। রথগুলোর উচ্চতা হয় এক ফুট থেকে শুরু করে চার ফুট। একতলা রথ দেড়শো, একটু বড় সাইজের রথ আড়াইশো থেকে তিনশো টাকায় বিক্রি হয়। তিনতলা থেকে চারতলা রথ পাঁচ-ছ’শো টাকা থেকে শুরু করে হাজার, এমনকী তিন-চার হাজার টাকাতেও বিক্রি হয়!

নবদ্বীপের পোড়ামাতলায় বসে রথ বিক্রি করেন কারিগররা। অনেকে পাইকারি বিক্রিও করেন। কাটোয়া, শান্তিপুর, কলকাতা, বারাসত-সহ বিভিন্ন জায়গা থেকে পাইকারি অর্ডার পান নবদ্বীপের কারিগররা। বাড়ির পুরুষরা শাল, সেগুন, গামারি, আকাশমণি, মেহগনীর ছাট কাঠ দিয়ে রথ তৈরি করেন। মহিলারা সেই সব রথে রং দিয়ে কারুকার্য করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Carpenters, #chariots, #Nabadwip, #Ranichara

আরো দেখুন