খেলা বিভাগে ফিরে যান

দুরন্ত প্রত্যাবর্তন, ইয়ারেমচুকের গোলে হারা ম্যাচ জিতে বাজিগর ইউক্রেন

June 21, 2024 | < 1 min read

ইয়ারেমচুকের গোলে হারা ম্যাচ জিতে বাজিগর ইউক্রেন

সংক্ষিপ্ত স্কোর:
স্লোভাকিয়া-১ (ইভান শ্রাঞ্জ ১৭’)
ইউক্রেন-২ (মাইকোলা শাপারেঙ্কো ৫৪’, রোমান ইয়ারেমচুক ৮০’)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ইউরো কাপের ‘গ্রুপ-ই’তে হারের মুখ থেকে জেতার নিদর্শন গড়ল হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধে স্লোভেকিয়ার কাছে ১ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ২ গোল দিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ল ইউক্রেন। স্লোভাকিয়ার হয়ে ম্যাচের ১৭ মিনিটে একমাত্র গোল করেছিলেন ইভান সিরানজ।

ইউক্রেনের হয়ে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে প্রথম গোল করেন মাইকোলা শাপেরেনকো। এছাড়াও ৮০ মিনিটের মাথায় ফের ইউক্রেনের হয়ে গোল করেন রোমান ইয়ারেমচুক।

TwitterFacebookWhatsAppEmailShare

#slovakia, #ukraine, #UEFA EURO 2024, #Euro 2024

আরো দেখুন