খেলা বিভাগে ফিরে যান

EuroCup24: নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ফ্রান্স

June 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:
নেদারল্যান্ডস: ০
ফ্রান্স: ০

ইউরো কাপে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও ফ্রান্স।

ফুটবল প্রেমীরা আশা করেছিল উত্তেজক ম্যাচ। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ফ্রান্স। চোটের কারণে এই ম্যাচে খেলেননি কিলিয়ান এমবাপে।

প্রথম মিনিটেই গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস কিন্তু ফ্রান্স গোলকিপার মাইক মাইগনান গোলটি বাঁচিয়ে নেন। ১৪ মিনিটের মাথায় খুবই সহজ সুযোগ নষ্ট করে ফ্রান্স। নেদারল্যান্ডসের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Euro Cup, #netherlands, #Euro Cup 2024, #Euro cup 24, #france

আরো দেখুন