নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সুপার ৮ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেটে ১৯৬ রান করে। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন হার্দিক পাণ্ড্য। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং এবং জাসপ্রিত বুমরাহ। অবশেষে ৫০ রানে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।