রাজ্য বিভাগে ফিরে যান

পশ্চিমবঙ্গের নাম বাংলা করার জন্য আওয়াজ আরও জোরালো করতে চলেছে তৃণমূল

June 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:  রাজ্যের নাম পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন লড়াই চালালেও তা হয়নি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যের নাম পরিবর্তনে সায় দেয়নি এখনও। ফলে নামের গোরোয় পড়েই রাজ্যের সাংসদদের শপথ নিতে হবে সবার শেষে। এই অবস্থায় তৃণমূল বলছে, সাংসদ সংখ্যার হিসেবে তারা এবার অনেক বেশি শক্তিশালী। তাই পশ্চিমবঙ্গের নাম বাংলা করার বিষয়ে আওয়াজ আরও জোরালো হবে।

তৃণমূল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের সাংসদদের শপথ পর্ব সবার শেষে। রাজ্যের ইংরেজি বানানের আদ্যক্ষর অনুযায়ী শপথের পালা লোকসভায় তৃণমূলের উপ দলনেতা কাকলি ঘোষদস্তিদার বলেন, ‘আমরা বাংলাতেই শপথ নেব। আর বাংলার জন্য এবার আমাদের গর্জন আরও বেশি হবে।’ লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২৪ না ২৫ তারিখ, কোন দিন শপথ গ্রহণ হবে, তা এখনও স্পষ্ট নয়।’

এই ধরনের সমস্যা এড়াতে পশ্চিমবঙ্গের নাম বাংলা করার জন্য প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায়। দিল্লিতে তা পাঠিয়ে দেওয়া হয়েছে অনুমোদনের জন্য। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন, ‘ওরা যা যা ব্যাখা চেয়েছে, সব আমরা দিয়েছি। তাও রাজ্যের নামটা বাংলা করতে অনুমোদন দিচ্ছে না। রাজ্যের নাম বাংলা হলে এখানকার ছেলেমেয়েরা সর্বভারতীয় প্রতিযোগিতা ও পড়াশোনার ক্ষেত্রে সুযোগসুবিধা পাবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #bangla, #West Bengal

আরো দেখুন