খেলা বিভাগে ফিরে যান

রোমানিয়াকে ২-০ গোলে হারিয়ে Euro 2024-তে টিকে থাকল বেলজিয়াম

June 23, 2024 | < 1 min read

বেলজিয়াম

বেলজিয়াম – ২ (টিলেম্যান্স, ডি ব্রুইন)
রোমানিয়া – ০

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: আজ ইউরোর গ্রুপ ই-র দ্বৈরথে রোমানিয়ার বিরুদ্ধে জয়ে ফিরল বেলজিয়াম। রোমানিয়ার কাছে ২-০ গোলে হারলেও খারাপ ফুটবল খেলেনি রোমানিয়া।

ম্যাচের ২ মিনিটের মাথায় বেলজিয়ামের হয়ে গোল করেন গেন ইউরি টিয়েলেম্যানস। ২ মিনিট পরেই সমতা ফেরাতে সুযোগ নষ্ট করে রোমানিয়া। ১৪ এবং ৬৪ মিনিটে গোল করার সুযোগ কাজে লাগাতে পারে নি লুকাকু।

প্রথমার্ধে রোমানিয়ার কঠিন ডিফেন্স ভেঙে ১-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ৮০ মিনিটের রোমানিয়ার বক্সে ঢুকে গোল করেন বেলজিয়ামের দ্য ব্রুইন। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে বেলজিয়াম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Euro Cup, #belgium, #Romania, #UEFA EURO 2024, #Euro Cup 2024

আরো দেখুন