খেলা বিভাগে ফিরে যান

ঘুরপথে প্যারিস অলিম্পিকে যাচ্ছেন BJP-র বিধায়ক?

June 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রীড়াক্ষেত্রে ফের গেরুয়াকরণ? শ্রেয়সী সিং বছর বত্রিশের এই বিজেপি বিধায়ক প্যারিসগামী অলিম্পিক শুটিং দলের নয়া সংযোজন। মহিলাদের ট্র্যাপ ইভেন্টে তিনি অংশগ্রহণ করবেন। সরাসরি কোটা জিতে অলিম্পিকে যাচ্ছেন না তিনি। পিস্তল শুটিংয়ের কোটার বিনিময়ে শটগান বিভাগে একটি কোটা চেয়ে আন্তর্জাতিক শুটিং সংস্থার কাছে আবেদন জানিয়েছিলেন ভারতীয় শুটিং কর্তারা। একটি কোটার পরিবর্তে ট্র্যাপ ইভেন্টে একটি কোটা চেয়েছিল ভারত। আবেদন গৃহীত হতেই ট্র্যাপ ইভেন্টে পাঠানো হচ্ছে শ্রেয়সীকে।

শ্রেয়সীকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। শ্রেয়সী বিহারের জামুই কেন্দ্রের বিজেপির বিধায়ক, শ্রেয়সীকে কোটা দেওয়ার পিছনে রাজনৈতিক প্রভাব রয়েছে বলেই অভিযোগ উঠছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত দিগ্বিজয় সিংয়ের কন্যা তিনি। এক দশকের বেশি সময় যাবৎ জাতীয় রাইফেল শুটিং ফেডারেশনের প্রধানের পদ ছিলেন দিগ্বিজয় সিং। শ্রেয়সীর মা পুতুল কুমারীও প্রাক্তন সাংসদ।

২১ জন শুটারের স্কোয়াড এবার অলিম্পিকে পাঠাচ্ছে ভারত। তার মধ্যে শ্রেয়সীর অন্তর্ভুক্তি ঘিরে ঘনাচ্ছে বিতর্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #paris, #BJP MLA, #paris olympic, #Shreyashi singh

আরো দেখুন