দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আগামী দু’-তিন মাসের মধ্যে হাওড়া এবং বালি পুরসভার নির্বাচন?

June 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সব ঠিক থাকলে আগামী দু’-তিন মাসের মধ্যে হাওড়া এবং বালি পুরসভার নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী সোমবার রাজ্যের প্রতিটি পুরসভার প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে রাজ্যের মধ্যে একমাত্র হাওড়া এবং বালি পুরসভা এলাকার বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এতেই বহু প্রতীক্ষিত পুর-নির্বাচন নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছেন হাওড়া ও বালির সাধারণ মানুষ।

নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী তথা হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়, যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তেওয়ারি, হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরী, বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় এবং হাওড়া দক্ষিণের বিধায়ক নন্দিতা চৌধুরীকে। ওই বৈঠকে রাজ্যের সব পুরসভার প্রতিনিধি উপস্থিত থাকবেন। সেই সূত্রেই থাকবেন হাওড়া পুরসভার প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্ত্তী। ফলে পুর পরিষেবা সংক্রান্ত আলোচনার পাশাপাশি দুই পুরসভার বকেয়া নির্বাচন নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Municipality Election, #howrah, #Election, #Bali

আরো দেখুন