NEET, NET একের পর এক পরীক্ষা বাতিল, স্থগিতের মধ্যেই NTA-র ডিরেক্টরের অপসারণ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিট, নেট, নিট-পিজি একের পর এক পরীক্ষা ঘিরে বিতর্ক চলছে গোটা দেশে। কোনও পরীক্ষা বাতিল হচ্ছে, কোনওটি হচ্ছে স্থগিত; এই আবহে সরিয়ে দেওয়া হল ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিরেক্টর জেনারেল সুবোধ কুমারকে। এই যাবতীয় পরীক্ষাগুলো নেওয়া হয় এনটিএ-র আওতায়। সুবোধ কুমারকে সরিয়ে ডিজি পদে আনা হল অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিংহ খারোলাকে।
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে। পিএইচডি গবেষণা ও কলেজে নিয়োগের পরীক্ষা ইউজিসি নেট বাতিল করেছে এনটিএ। উত্তাল গোটা দেশ। পরীক্ষার্থী ও বিরোধীরা, পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। সুবোধের পদত্যাগ এবং অপসারণের দাবি জানাচ্ছিলেন তাঁরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রদীপ এনটিএর দায়িত্ব সামলাবেন। জানা যাচ্ছে, অনিয়ম সংক্রান্ত তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। তবে কি এনটিএর সংস্কারের পথে এগোচ্ছে কেন্দ্র?