খেলা বিভাগে ফিরে যান

UEFA Euro 2024: তুরস্ককে উড়িয়ে ইউরোর নকআউট পর্বে পর্তুগাল

June 23, 2024 | < 1 min read

তুরস্ককে উড়িয়ে ইউরোর নকআউট পর্বে পর্তুগাল, ছবি- রয়টার্স

পর্তুগাল-৩ তুরস্ক–০
(বার্নার্দো সিলভা,সামেত-আত্মঘাতী, ব্রুনো)

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: শনিবার ইউরো কাপের ম্যাচে তুরস্কের বিরুদ্ধে ০-৩ গোলে জিতে শেষ ষোলোয় পৌঁছে গেল পর্তুগাল। প্রথমার্ধেই পর্তুগাল এগিয়ে যায় ২-০ গোলে। এদিন শুরু থেকেই মাঠ কাঁপালেও গোল করতে ব্যর্থ হয় রোনাল্ডো।

ম্যাচের প্রথমার্ধে ২১ মিনিটে বার্নার্দো সিলভার গোলে তুরস্কের বিরুদ্ধে এগিয়ে যায় পর্তুগাল। ২৮ মিনিটে সামেত আকায়দিন আত্মঘাতী গোল করেন। ফলে পর্তুগাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এরপর ৫৫ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেজের গোলে পর্তুগালের জয়ের ব্যবধান বেড়ে ৩-০ হয়।

তুরস্ক একাধিকবার গোলের চেষ্টা করলেও পর্তুগালের ডিফেন্সে আটকে যায়। ফলে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয় তুরস্ককে। এই নিয়ে টানা ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পর্তুগাল শেষ ষোলোয় পৌঁছে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Turkey, #Portugal, #UEFA EURO 2024, #Euro Cup 2024

আরো দেখুন