খেলা বিভাগে ফিরে যান

ব্যর্থ প্যাট কামিন্সের হ্যাটট্রিক! অস্ট্রেলিয়াকে ২১ রানে হারাল আফগানিস্তান

June 23, 2024 | < 1 min read

অস্ট্রেলিয়াকে ২১ রানে হারাল আফগানিস্তান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জমে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের লড়াই, অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে দিল রশিদ খানরা। প্রথমে ব্যাট করে আফগানরা ৬ উইকেটে ১৪৮ রান করে। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ১২৭ রানে।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। দুই ওপেনার ১১৮ রানের জুটি তৈরি করলেন আফগানদের জন্য। রহমানুল্লাহ গুরবাজ করেন ৪৯ বলে ৬০ রান। ওপেনার ইব্রাহিম জাদরান ৪৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন। এদিন নজির গড়লেন কামিন্স। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক হ্যাটট্রিকের নজির গড়লেন তিনি। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি।

১৮তম ওভারের শেষ বলে কামিন্স আউট করেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে। ২০তম ওভারে প্রথম দু’বলে কামিন্স করিম জানাত এবং গুলবাদিন নাইবকে সাজঘরে ফেরান। সম্পূর্ণ করেন হ্যাটট্রিক। এর আগে বাংলাদেশের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেছিলেন। ২৮ রানে ৩ উইকেট নেন কামিন্স। দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।

১৪৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে ধাক্কা খেতে শুরু করেন অজিরা। দুই ওপেনার ট্র্যাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার শূন্য রানে ফিরে যান। মার্শও খুব একটা সুবিধা করতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেললেন। পুরো ২০ ওভার ব্যাট করতে পারল না অজিরা। ৪ বল বাকি থাকতেই গুটিয়ে গেল তাদের ইনিংস। নাইব ৪ উইকেট নিলেন। ৩ উইকেট নিয়েছেন নবীন উল হক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Australia, #T20 World Cup, #Afghanistan

আরো দেখুন