রাজ্য বিভাগে ফিরে যান

স্কুল পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে পুলকারের উপর নজরদারি চালাবে সরকার

June 23, 2024 | < 1 min read

স্কুল পড়ুয়াদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার
ছবি সৌজন্যে: আনন্দবাজার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্কুল পড়ুয়াদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার। বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য অভিভাবকদের বড় অংশ তাঁদের ছেলে-মেয়েকে বাস অথবা পুলকারের চালকদের হাতে ছেড়ে দেন। এই যাত্রাপথে বাড়তি সুরক্ষা বলয় তৈরি করার লক্ষ্যে সুসংহত নির্দেশিকা জারি করল পরিবহণ দপ্তর। এর মূল উদ্দেশ্য স্কুলবাস কিংবা পুলকারের উপর সরকারি নজরদারি।

শুক্রবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই নির্দেশিকা প্রকাশ করেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ স্লোগানকে সামনে রেখেই গোটা পরিকল্পনা রূপায়িত হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা স্কুল শিক্ষা দপ্তর, পুলিস, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক সমিতি ও পুলকার সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়েছি। সব পক্ষের মতামত নিয়েই গোটা ব্যবস্থা পরিচালনার সুবিধায় এই নির্দেশিকা প্রকাশ। এটি গোটা রাজ্যেই কার্যকর করা হবে।

মন্ত্রীর পরামর্শ, এক্ষেত্রে বাড়তি সচেতন হতে হবে অভিভাবকদেরও। স্কুলবাস কিংবা পুলকারের নম্বর, গাড়ির স্বাস্থ্য, চালকের বিস্তারিত তথ্য সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#students, #Pool Car, #School

আরো দেখুন