← রাজ্য বিভাগে ফিরে যান
উত্তরে জারি বৃষ্টি, দক্ষিণে অধরা বর্ষা, কবে বদলাবে বঙ্গের আবহাওয়া?
দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: উত্তরবঙ্গে মৌসুমী বায়ু দাপট দেখালেও দক্ষিণবঙ্গে এখনও অধরা বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত মৌসুমী বায়ু প্রবেশ করলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনই প্রবেশ করছে না৷
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২-৩ দিন উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে অস্বাভাবিক আর্দ্রতা। সঙ্গে চড়বে তাপমাত্রার পারদও।
আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কোচবিহার, দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৫ তারিখ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।