দেশ বিভাগে ফিরে যান

আজ শুরু অষ্টাদশ লোকসভার অধিবেশন, একাধিক ইস্যুতে কোণঠাসা হতে পারে শাসক শিবির

June 24, 2024 | < 1 min read

আজ শুরু অষ্টাদশ লোকসভার অধিবেশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। চলবে ৩ জুলাই পর্যন্ত। সদ্য সমাপ্ত নির্বাচনে নীতিশ-নাইডুর উপর নির্ভর করে ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। বেলা ১১টা থেকে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের পরিচালনায়। মঙ্গলবার পর্যন্ত সকল জয়ী সাংসদরা শপথ নেবেন। NDA জোটের ২৯২ জন, INDIA জোটের ২৩৩ জন এবং অন্যান্যদের ১৮ জন সাংসদের শপথগ্রহণ করবেন। এরমধ্যে আজ ২৪ জুন সংসদ অধিবেশনের প্রথম দিনে ২৮০ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন। ২৫ জুন নবনির্বাচিত ২৬৪ জন সংসদ সদস্য শপথ নেবেন।

লোকসভার স্পিকার নির্বাচিত হবে আগামী ২৬ জুন, বুধবার । ২৭ জুন, বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভায় যৌথ ভাষণ দেবেন। ইতিমধ্যেই প্রোটেম স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে সুর চড়িয়েছেন বিরোধী দলের সাংসদরা। এছাড়াও সাম্প্রতিক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, NEET NET বিতর্ক ঘিরে অধিবেশনের প্রথম দিন থেকেই সোচ্চার হতে পারে বিরোধী কণ্ঠ। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lok Sabha, #Session, #opposition

আরো দেখুন