রাজ্য বিভাগে ফিরে যান

বিয়ের মরশুমে আকাশছোঁয়া সব্জির দাম, বিপাকে সাধারণ মানুষ

June 24, 2024 | < 1 min read

প্রতিনিধিত্বমূলক ছবি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিয়ের মরশুমে আগুন সবজির দাম। বিক্রেতাদের কাছে পাইকারি বরাতের পরও বিপাকে পড়েছেন আয়োজকরা। হঠাৎ সব্জির দাম বৃদ্ধি পাওয়াই কারণ বলে জানা গিয়েছে। ফলে বাজারে আকাশছোঁয়া সব্জির দাম হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অপরদিকে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে সব্জির দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

বাজারের মুল্যবৃদ্ধির হালহকিকত

পটল: প্রায় ৪০ টাকা থেকে ৭০-৮০ টাকা কেজি
বেগুন: ৩০-৪০ টাকা থেকে প্রায় ১০০-১৩০ টাকা কেজি
টমেটো: প্রায় ১০০-১২০ টাকা কেজি
ক্যাপসিকাম: প্রায় ২০০ টাকা কেজি
কাঁচালঙ্কা: প্রায় ২০০ টাকা কেজি
শসা: প্রায় ১৩০ টাকা কেজি
উচ্ছে: প্রায় ১২০-১৩০ টাকা কেজি

গরমের তীব্রতা বৃদ্ধি পেলেও বর্ষা কালে পর্যাপ্ত বর্ষার অভাব, পরিবহন ব্যবস্থায় সমস্যার কারণে সব্জির এই মূল্যবৃদ্ধি বলে জানা গিয়েছে। এছাড়াও অন্যতম কারণ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমা, বিয়ের আয়োজকদের বাজেট বৃদ্ধি। সব্জির দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে চাষীদের অর্থনৈতিক সহায়তা প্রদান করলেও ভর্তুকির ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অনীহা ও বঞ্চনা শিকার হতে হচ্ছে দেশের কৃষকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#vegetables, #price hike, #wedding season, #food items

আরো দেখুন