দেশ বিভাগে ফিরে যান

সংসদ অধিবেশনের আগে এককাট্টা বিরোধীরা – দিল্লির জলসঙ্কট নিয়ে AAP-এর ধর্নায় তৃণমূল সাংসদরা

June 24, 2024 | < 1 min read

অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন আম আদমি পার্টির নেতা-কর্মীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজধানী দিল্লিতে জলসঙ্কট তীব্র থেকে তীব্রতর। এই সংকটের সমাধানের দাবি জানিয়ে গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন দলের একাধিক নেতা-নেত্রীসহ দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির (AAP) নেত্রী অতিশী মারলেনা। আজ সোমবার AAP-এর এই ধর্নায় তিন তৃণমূল সাংসদ যোগ দিয়েছেন।

সোমবার দিল্লির জনপুরা এলাকায় AAP-এর সঙ্গে সহযোগিতা জানাতে এসছিলেন তৃণমূলের রাজ্যসভার ডেপুটি লিডেট সাগরিকা ঘোষ এবং লোকসভার দুই সাংসদ মহুয়া মৈত্র এবং প্রতিমা মন্ডল।

এদিন সাগরিকা ঘোষ প্রশ্ন করেন, মোদীজি জনগণকে এত ঘৃণা করেন কেন? তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর লজ্জা হয় উচিত। তাঁর উচিত ঘুম থেকে উঠে হরিয়ানার বিজেপি সরকারকে বলা দিল্লির জন্য জল ছেড়ে দিতে।জলের সঙ্কটের জন্য আপের অতসীকে অনশনে বসতে হয়েছে।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, শুধু বিজেপির জন্যই দিল্লির ৩০ লক্ষ মানুষ জল থেকে বঞ্চিত। ১৯৯৪ সালে দিল্লি ও হরিয়ানার স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে, পরবর্তী করে ৬১৩ এমজিডি জল ছেড়ে দেওয়া উচিত, কিন্তু, গত তিন সপ্তাহ ধরে, এটি ১০০এমজিডি কম জল ছাড়ছে।


TwitterFacebookWhatsAppEmailShare

#Delhi water crisis, #aap, #tmc, #parliament session

আরো দেখুন