গুমোট গরমে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণবঙ্গে পুরোপুরি বর্ষা কবে?
দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা শেষে দক্ষিণবঙ্গে দেখা মিলেছে বৃষ্টির। কিন্তু তাতে কমছে না ভ্যাপসা গরম। সোমবার সকাল থেকেই হালকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব অব্যাহত থাকবে। আজ সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং এর পরিবর্তে ফিরে আসবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত মৌসুমী বায়ু প্রবেশ করলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনই প্রবেশ করছে না৷
দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিন উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে অস্বাভাবিক আর্দ্রতা। সঙ্গে চড়বে তাপমাত্রার পারদও।
আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কোচবিহার, দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী বৃষ্টি কিছুটা কমবে। তবে আগামীকাল ২৫ তারিখ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।