দেশ বিভাগে ফিরে যান

আজ শুরু সংসদের বিশেষ অধিবেশেন, কে হবেন লোকসভার নতুন স্পিকার?

June 24, 2024 | < 1 min read

ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শুরু হচ্ছে সংসদের প্রথম বিশেষ অধিবেশন। চলবে ৩ জুলাই পর্যন্ত। কে হবেন অষ্টাদশ লোকসভার স্পিকার? এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। ওম বিড়লাই কি থাকছেন? রাজনৈতিক মহলের ধারণা তেমনটাই। কারণ, প্রথমত, বিরোধীরা অধ্যক্ষ পদে কোনও প্রার্থী দিচ্ছে, তেমনটা শোনা যায় নি। দ্বিতীয়ত, গত ৫ বছরে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীরা কেউই সেভাবে অভিযোগ করেনি। সেক্ষেত্রে BJP তথা NDA-র প্রার্থী যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকারের আসনে বসবেন, সে ব্যাপারে কোনও সংশয় নেই। জানা গিয়েছে, অধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে সর্বসম্মতির পথে হাঁটছে সরকার ও বিরোধী পক্ষ।

আজ, সোমবার ‘প্রোটেম’ স্পিকার ভর্তৃহরি মেহতাবের তত্ত্বাবধানে শপথ নেবেন নতুন সাংসদরা। সেই সঙ্গে ওম শপথ নেবেন বিড়লাও। তবে প্রথমে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এরপর রাজ্য অনুসারে শপথ পর্ব চলবে। ২৩ জুন, রবিবার স্পিকার পদে শেষদিন ছিল ওম বিড়লার। বুধবার ২৬ জুন হবে স্পিকার নির্বাচন পর্ব।

উল্লেখ্য, এবার লোকসভায় ৫২ শতাংশ সাংসদই নতুন। সমাজবাদী পার্টি, টিডিপি এবং শারদ পাওয়ারের এনসিপি’র ৭৫ শতাংশ নতুন সাংসদ। কংগ্রেসের ৬০, বিজেপির ৪৫ এবং তৃণমূলের ৩৮ শতাংশ সাংসদ প্রথমবার শপথ নেবেন। এবারের লোকসভার ২২ শতাংশ সাংসদই শিক্ষাগত যোগ্যতার নিরিখে পার করেন নি কলেজের গন্ডি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Om Birla, #Lok Sabha, #Speaker

আরো দেখুন