রাজ্য বিভাগে ফিরে যান

ডেঙ্গু জ্বর প্রতিরোধে বাড়ি বাড়ি অভিযান শুরু বিধাননগর পুরসভার

June 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি ডেঙ্গু অভিযান শুরু করেছে বিধাননগর পুরসভার স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে নাগরিকদের কী কী করণীয়, সেই বিষয়েও একটি গাইড লাইন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিধাননগর পুরসভার উদ্যোগে জ্বরের তথ্য সংগ্রহ এবং লার্ভা জমার জায়গা চিহ্নিতকরণের কাজ চলছে। এছাড়াও, ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে নাগরিকদের সচেতন করার জন্য পুর কর্মীরা প্রতিটি বাড়িতে একটি গাইডলাইন বিতরণ করছেন। এই গাইডলাইনে ডেঙ্গু মশার প্রজনন রোধের উপায়, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। এই অভিযানের মাধ্যমে পুর কর্তৃপক্ষ আশা করছে যে, ডেঙ্গু মশার প্রজনন রোধ করে এবং নাগরিকদের সচেতন করে তুলে ডেঙ্গু সংক্রমণ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

নাগরিকদের জন্য পুরসভার গাইডলাইন:

পরিবারের কোন সদস্য জ্বরে ভুগছেন, তাহলে দ্রুত রক্ত পরীক্ষা
বাড়ির আশেপাশে যদি জল জমে থাকে, তাহলে তা পরিষ্কার
ডেঙ্গু মুক্ত বিধাননগর গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা

পুরসভার দাবি, ২০২২ সালে সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্ত। ২০২৩ সালে তার থেকে কমেছে আক্রান্তের সংখ্যা। চলতি বছরে তা আরও কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের ডেঙ্গু সংক্রমণের হিসেব রাখে বিধাননগর পুরসভা । ২০১৭ সালে এই পুরসভায় ৪১টি ওয়ার্ড রয়েছে। তারমধ্যে ৩১০৫ জন বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তারপর ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মোট ৪,২২২জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ২০২৩ সালে পয়লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত হন ৩,৯৫৬ জন। অর্থাৎ আগের বছরের তুলনায় ২৬৬ জন কম আক্রান্ত হন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mosquito, #West Bengal, #dengue, #Bidhannagar Municipal Corporation

আরো দেখুন