খেলা বিভাগে ফিরে যান

Euro 2024: জিতে প্রি-কোয়ার্টারে স্পেন, শেষ মুহূর্তের গোলে নকআউটে ইটালি

June 25, 2024 | < 1 min read

জিতে প্রি-কোয়ার্টারে স্পেন, শেষ মুহূর্তের গোলে নকআউটে ইটালি

স্পেন: ১ (তোরেস)
আলবেনিয়া: ০
ক্রোয়েশিয়া: ১ (মদ্রিচ)
ইটালি: ১ (জাকানি)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউরোয় গ্রুপ অফ ডেথে আলবেনিয়াকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থাকল স্পেন। শেষ ষোলো নিশ্চিত হয়ে যাওয়ার কারণে এই ম্যাচে ঝুঁকি নিতে চাননি স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। ইটালির ম্যাচের দল আমূল বদলে দেন তিনি। আয়মেরিক লাপোর্তে ছাড়া আর কাউকে রাখেননি। বদলে দেন গোলকিপারকেও। তাতে স্পেন এগিয়ে যেতে সময় নেয় ১৪ মিনিট। দানি ওলমোর পাসে তোরেস বল জালে জড়ান। এরপর ম্যাচে ফেরার সুযোগ পায়নি আলবেনিয়া।

অপরদিকে দিনের শেষে মাথা নীচু করেই মাঠ ছাড়তে হল লুকা মদ্রিচকে। পেনাল্টি নষ্ট করার কয়েক সেকেন্ড পরে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন ইউরোর বয়স্কতম গোল স্কোরার মদ্রিচ। একেবারে শেষ মুহূর্তে ৯৮ মিনিটে গিয়ে ইটালির মাত্তিয়া জাক্কানি সমতা ফেরায়। ফলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে নকআউটে গেল দ্বিতীয় স্থানে থাকা ইটালি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Italy, #Spain, #Euro Cup, #UEFA EURO 2024, #Euro Cup 2024

আরো দেখুন