← দেশ বিভাগে ফিরে যান
লোকসভার ইতিহাসে স্পিকার পদে ভোটাভোটি এই প্রথম! কবে হবে এই ভোট?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সপ্তদশ লোকসভার স্পিকার ওম বিড়লাকে এবারও স্পিকার পদে মনোনয়ন দিল এনডিএ (NDA)। পাশাপাশি INDIA জোট ডেপুটি স্পিকার চেয়ে না পেয়ে পালটা মনোনয়ন দিল। কংগ্রেস নেতা কে সুরেশ বিরোধী জোটের পক্ষে মঙ্গলবার স্পিকার পদে মনোনয়ন জমা দিলেন। বুধবার সকাল ১১টা নাগাদ লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোট হতে চলেছে।
মনে করা হচ্ছে ভারতে এই প্রথম লোকসভায় ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করা হবে। এর আগে লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধিতা ছাড়াই এবং গত দু’বার সেভাবেই লোকসভার স্পিকার হয়েছিলেন ওম বিড়লা। জানা যাচ্ছে, ডেপুটি স্পিকার পদ পাওয়ার শর্তে সরকার পক্ষকে স্পিকার পদ ছাড়তে রাজি ছিল বিরোধীরা। কিন্তু NDA জোট ডেপুটি স্পিকার পদও ছাড়তে চায়নি। তার জেরেই কংগ্রেসের কে সুরেশ স্পিকার পদে মনোনয়ন জমা দিলেন ।