রাজ্য বিভাগে ফিরে যান

বিশ্বকাপ জেতার দিনেই শপথ, #Exclusive কীর্তি আজাদ, দেখুন ভিডিও

June 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ২৫ জুন। ১৯৮৩ সালে এই দিনেই কপিল দেবের অধিনায়কত্বে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন কীর্তি আজাদ। আর এদিন বিকেল ৪টের সময় লোকসভার সাংসদ হিসেবে শপথ নেবেন তিনি।

আজ কী বললেন তিনি, দেখুন #Exclusive ভিডিও


কীর্তি বললেন, ৪১ বছর আগে, ১৯৮৩ সালে এই ২৫ জুনেই কপিল দেবের অধিনায়কত্বে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন তাঁরা। আজ ২৫ জুন। আজ তিনি চতুর্থবারের জন্য সাংসদ হিসেবে শপথ নেবেন। ১৯৮৩তে তাঁর অধিনায়ক ছিলেন কপিল দেব। ২০২৪ তাঁর অধিনায়ক মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ তিনি বললেন, আজকে তিনি সাংসদ হিসেবে যে শপথ নেবেন, তা ১০০ শতাংশ পালন করবেন। দেশ এবং তাঁর রাজ্য পশ্চিমবঙ্গের জন্য লড়াই করবেন। জয় বাংলা বলে তার ছোট্ট বক্তব্য শেষ করার আগে তিনি ধন্যবাদ জানান কপিলদেব এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Oath Taking Ceremony, #Kirti Azad, #Parliament, #Loksabha, #Oath

আরো দেখুন