রাজ্যে বৃদ্ধি পেল ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের দৈনিক মজুরি, কত টাকা বাড়লো?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি, বোনাসের পর এবার ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনটাই খবর মিলেছে। চলতি বছরের বাজেটের ঘোষণা অনুযায়ী, সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার এই মর্মে নবান্নে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এতেই খুশি ভিলেজ সিভিক ভলান্টিয়ারা।
নবান্ন সূত্রে খবর, ২০২৪ সালের জুন মাস থেকে ভিলেজ পুলিশের ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা বাড়িয়ে ৩৭৮ টাকা করা হল। মোটের উপর তাদের মাসিক বেতনে যুক্ত হচ্ছে আরও ১,০০০ টাকা। এর আগে গত বছর মার্চ মাসে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের ভলান্টিয়াদের বেতন বাড়ানো হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর থেকে সিভিক ভলান্টিয়াররা দু’হাজার টাকা বোনাস পেতেন। ২০২৩ সালের পুজোতেও সিভিক ভলান্টিয়ারদের বোনাস অপরিবর্তিত ছিল। আগে প্রত্যেকে ৫,৩০০ টাকা করে বোনাস পেতেন, চলতি বছর থেকে সেই অঙ্কও বৃদ্ধি পাবে।