কবে দেখা মিলবে স্বস্তির বৃষ্টি! রইল আবহাওয়ার আপডেট
দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও তার আভাস আকাশে দেখা মিলছে না। তবে আশার কথা মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে। বর্ষা ঢুকে পড়েছে মেদিনীপুরে। আর দু-এক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার দাপট দেখা যেতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আগামী দুদিন আংশিক মেঘলা আকাশ থাকবে । মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন টানা দুর্যোগ চলবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবারও বৃষ্টি চলবে এই জেলাগুলিতে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত কাল, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক।