খেলা বিভাগে ফিরে যান

CFL 2024: জমকালো উদ্বোধনী ম্যাচে হাফ ডজন গোল দিয়ে যাত্রা শুরু মহামেডানের

June 26, 2024 | < 1 min read

হাফ ডজন গোল দিয়ে যাত্রা শুরু মহামেডানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল কলকাতা ফুটবল লিগের। এই উদ্বোধনী ম্যাচেই বড় জয় পেল মহামেডান স্পোর্টিং। হাফ ডজন গোল দিয়ে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে কলকাতা লিগের যাত্রা শুরু করে মহমেডান স্পোর্টিং। অর্থাৎ ৬-০ গোলে বড় জয় ছিনিয়ে নেয় রেড রোডেৱ ধারের ক্লাব।

মহামেডান স্পোর্টিংয়ের হয়ে জোড়া গোল করেন সজল বাগ ও কিমা। বাকি দুটি গোল করেন জেমস ও অ্যাশলে। ম্যাচ শুরুর ৩৩ মিনিটেই সজল বাগ গোলের জালে বল আটকে দেন। ফের ৫৫ মিনিটে দূরপাল্লার শটে দ্বিতীয় গোলটি করেন সজল বাগ। ৬৬ মিনিটে তৃতীয় গোলটি করেন অ্যাশলে। ৫ মিনিটে লিডটা বাড়িয়ে ৪-০ গোল করেন অ্যাডিসন। ৩মিনিট পরেই পাঁচ নম্বর গোল করে ফেলেন লালথানকিমা। ৮৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৬-০ গোল করেন তিনি। অপরদিকে কলকাতা লিগের প্রথম ম্যাচে মহমেডানের মতো বড় দলের বিরুদ্ধে কোনও ‌লড়াই করতেই পারেনি উয়াড়ি।

প্রসঙ্গত, এদিন কলকাতা লিগের জমকালো উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে পাৱফর্ম করেলন জিৎ গাঙ্গুলী, বিট ব্রেকার সহ অন্য শিল্পীরা।লেসার শো হয়| এছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব বিশ্বজিৎ ভাদুড়ী, সুদেষ্ণা মুখার্জী, রাকেশ ঝাঁ এবং মহম্মদ জামাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohammedan SC, #CFL 2024, #Kolkata, #Football

আরো দেখুন