রাজ্য বিভাগে ফিরে যান

রূপশ্রী প্রকল্প: এবার বিয়ের আগেই পাত্রী পাবেন টাকা, জারি নয়া নির্দেশিকা

June 26, 2024 | < 1 min read

ছবি সৌজন্যেঃ Millenium

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বিয়ের আগেই পাত্রী পাবেন রূপশ্রীর টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এই অর্থ। যদি কোনও বিশেষ কারণে দেরিও হয় তাহলেও বিয়ের দিনই পাত্রী পাবেন এই সরকারি অনুদান। এমনই নির্দেশ জারি করল নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে যোগ্য উপভোক্তারা যথা সময়েই পাবেন রূপশ্রীর টাকা। এই পদক্ষেপের উদ্দেশ্য হল আবেদনকারীদের দ্রুততম সময়ে আর্থিক সহায়তা প্রদান করা এবং পূর্ববর্তী নিয়মে যে বিলম্বের সম্মুখীন হতে হত তা দূর করা। জুন ২৪, ২০২৪ থেকে এই নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর রূপশ্রী প্রকল্পের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে।

নতুন নির্দেশিকার মূল বিষয়গুলি হল:

  • বিয়ের আগেই টাকা: যতটা সম্ভব, বিয়ের আগেই পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হবে।
  • বিয়ের দিনে টাকা: যদি বিয়ের আগে টাকা জমা দেওয়া সম্ভব না হয়, তাহলে বিয়ের দিনই পাত্রীকে টাকা হাতে হাতে দেওয়া হবে।
  • দ্রুত আবেদন যাচাই: দ্রুত আবেদন যাচাই করে পোর্টালে আপলোড করতে হবে জেলা প্রশাসনকে।
  • বকেয়া প্রসেসিং: যেসব আবেদনকারীর বিয়ের তারিখ পেরিয়ে গিয়েছে, অথচ আজ পর্যন্ত আবেদন যাচাই করে রিপোর্ট আপলোড করা হয়নি, সেসব অবিলম্বে সেরে ফেলতে হবে।

তথ্য সহায়তা:

TwitterFacebookWhatsAppEmailShare

#WB govt, #Rupashree, #Rupashree prokolpo, #West Bengal

আরো দেখুন