ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ, ভ্যাপসা গরম জারি দক্ষিণবঙ্গে, মুক্তি কবে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। রাজ্যের আট জেলায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।