খেলা বিভাগে ফিরে যান

অঘটন ইউরো কাপে, পর্তুগালকে ২-০ হারাল জর্জিয়া

June 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:
জর্জিয়া: ২

পর্তুগাল: ০

ইউরো কাপের শেষ ষোলোয় আগেই পৌঁছে গিয়েছিল পর্তুগাল । জর্জিয়ার বিরুদ্ধে জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল পর্তুগাল । কিন্তু, ইউরোর এই ম্যাচেই অঘটন ঘটল। বুধবার পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের তৃতীয় দল হিসাবে প্রি কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে জর্জিয়া ।

প্রথম থেকে শেষপর্যন্ত লড়াই করে নক-আউটে পৌঁছে গেল লাল জার্সির দল । এই ম্যাচেও গোল পেলেন না রোনাল্ডো। ম্যাচের দুই মিনিটে প্রথম গোল করে জর্জিয়া। ম্যাচের ৫৫ মিনিটে আবারও গোল । এবার জর্জিয়ার হয়ে গোল করেন মিকাউতাজে । ২-০ গোলে পরাজিত হয় পর্তুগাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #Euro Cup, #Euro Cup 2024

আরো দেখুন