খেলা বিভাগে ফিরে যান

দৌড় শেষ আফগানদের, chokers তকমা ঘুচিয়ে ফাইনালে প্রোটিয়ারা

June 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে ঘুচল চোকার্স তকমা। ৯ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল প্রোটিয়ারা। রশিদ খানদের রূপকথা থামল। প্রথমে ব্যাট করে আফগানিস্তান মাত্র ৫৬ রান করে। দক্ষিণ আফ্রিকা ৮.৫ ওভারেই পৌঁছে যায় লক্ষ্যে।

এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ। সবুজ পিচে বলের গতি ও সুইংয়ের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানরা। পাওয়ার প্লে-র মধ্যেই ৫ উইকেট হারায় তারা। ৫৬ রানের মধ্যে শেষ হয় ইনিংস। তিনটি করে উইকেট নিলেন জানসেন এবং তাবরেজ শামসি। দু’টি করে উইকেট গিয়েছে কাগিসো রাবাডা এবং এনরিখ নোখিয়ের ঝুলিতে।

৫ রান করেন কুইন্টন ডিকক আউট হন। ৮.৫ ওভারে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের একমাত্র উইকেটটি নেন ফজলহক ফারুকি। এই প্রথম বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালের পর জানা যাবে, ফাইনালে কাদের মুখোমুখি হবে প্রোটিয়ারা। ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #T20 World Cup, #Afghanistan, #South Africa

আরো দেখুন