খেলা বিভাগে ফিরে যান

আজ সেমি-ফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, অ্যাডিলেডের বদলা নেবেন রোহিতরা?

June 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। শেষ এক দশকে আইসিসি টুর্নামেন্ট থেকে বারবার খালি হাতে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এবার কি বদল হবে? সে প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মনে। ২০১৩ সালের পর ভারত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। বারবার একেবারে শেষ পর্যায়ে মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়া। মেন-ইন ব্লুদের চোকার্স বলতে শুরু করেছে ক্রিকেট বিশ্ব। এবার দুর্নাম ঘোচানোর সুযোগ। ভারত ও ইংল্যান্ডের টি-টোয়েন্টিতে মোট সাক্ষাৎ হয়েছে ২৩ বার। ভারত জয় পেয়েছে ১২ ম্যাচে, ইংল্যান্ড জয়ী হয়েছে ১১ বার।

ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিয়েছেন দ্রাবিড়ের ছেলেরা। রোহিতের ব্যাটিং তাণ্ডবে কামিন্সদের স্বপ্নভঙ্গ হয়েছে। এবার অ্যাডিলেডের বদলার পালা। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। অ্যাডিলেডে জয় ছিনিয়ে নিয়েছিলেন বাটলাররা। আজ, বৃহস্পতিবার গায়ানায় শেষ হাসি কে হাসবে তা দেখার! এখনও অবধি টুর্নামেন্টে অপরাজিত টিম ইন্ডিয়া। বিরাট কোহলির ফর্ম ছাড়া ভারতীয় দলের পারফরম্যান্স মোটামুটি সন্তোষজনক। তবে অনুশীলনে নিজেকে নিংড়ে দিয়েছেন কিং কোহলি। সেমি-ফাইনাল হয়ে উঠতে পারে কোহলিময়।

ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবদের ব্যাটিং, হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স ভারতের বাড়তি শক্তি। পিচে ঘূর্ণি থাকতে পারে, সেক্ষেত্রে একদিকে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। অন্যদিকে, আদিল রশিদ, মঈন আলি, লিভিংস্টোনদের লড়াই জমে যাবে।

ইংল্যান্ডের ব্যাটিং বেশ শক্তিশালী। বুমরাহ বা অর্শদীপদের ধাক্কা দিতে হবে একেবারে শুরুর দিকে। মিডল-অর্ডার ব্যাটসম্যান নেই ইংল্যান্ডের। ক্রিস জর্ডন ও আর্চারের জুটিকে সামলে খেলতে হবে রোহিতদের। আজ খেলা শুরু রাত ৮টায়। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার হবে সেমিফাইনালের।

TwitterFacebookWhatsAppEmailShare

#T20 World Cup, #India, #England

আরো দেখুন