মালদার বুলবুলচণ্ডীতে ঐতিহ্যবাহী আম মহোৎসব
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার সন্ধ্যায় মালদহের ঐতিহ্যবাহী বুলবুলচণ্ডীর শ্রীশ্রীরাধা মদনমোহন জিউর মন্দিরে আম মহোৎসবের আয়োজন করা হয়েছিল। এই মহোৎসবে ল্যাংড়া, ফজলি, হিমসাগর, গোপাল ভোগ সহ বিভিন্ন সুস্বাদু আমের উপর তিলক এঁকে মূল নাট মন্দির চত্বর সাজানো হয়েছিল।
দুপুরে প্রভুকে অন্নের পাশাপাশি আম নিবেদন করা হয়। প্ৰভুর বিগ্রহের অপূর্ব সাজসজ্জা এবং নব আম উৎসব দেখতে অগণিত ভক্তদের সমাগম হয়। ভক্তদের জন্য প্রসাদ হিসেবে মুখরোচক আমের ব্যবস্থা করা হয়েছিল।
মদন মোহন জিউর মন্দিরের সেবায়েত প্রভুপাদ শ্রীগৌতম গোস্বামী জানান, মহাপ্রভু শ্রীচৈতন্যদেব জৈষ্ঠ্য মাসের সংক্রান্তিতে রামকেলিতে পদার্পণ করেছিলেন। সেই সময় ভক্তরা তাকে সুস্বাদু আম নিবেদন করেছিলেন। প্রভুর সেবার জন্যই এই আম মহোৎসবের আয়োজন করা হয়ে থাকে। এই মহোৎসব মালদার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই অনুষ্ঠানে অগণিত ভক্ত ও পর্যটকের সমাগম হয়।