কলকাতা বিভাগে ফিরে যান

#BREAKING লোকসভায় ডেপুটি লিডার নির্বাচন হলে প্রার্থী পদ চাইবে না তৃণমূল, জোটকে করবে সহযোগিতা: সূত্র

June 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভায় বিরোধীপক্ষের নেতা কংগ্রেসের মল্লিকার্জুন খার্গের বাড়িতে বৃহস্পতিবার বিকেল ৫টায় হয়ে গেল INDIA জোটের বৈঠক। আগামীদিনে বিরোধীপক্ষের কৌশল কী হতে চলেছে, তা নিয়েই এই বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। অন্যান্য বিষয়ের পাশাপাশি, লোকসভায় ডেপুটি লিডার নির্বাচন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। সূত্রটির খবর, জোটের সমস্ত দলগুলির মতামত এই বৈঠকে আলোচনা হয়েছে, এবং সব দলগুলির মধ্যে সমন্বয় ছিল।

বিশেষ সূত্রের খবর, লোকসভায় ডেপুটি লিডার নির্বাচন হলে প্রার্থী পদ চাইবে না তৃণমূল, জোটকে সবরকম সহযোগিতা করবে। তাদের এই ভাবনার কথা সমাজবাদী পার্টি সহ অন্যান্য দলকেও জানিয়ে দিয়েছে তৃণমূল, এমনটাই জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Loksabha, #INDIA alliance, #Deputy Leader

আরো দেখুন