রাজ্য বিভাগে ফিরে যান

খাবার পরিবেশন করছে রোবট! অবাক করা দৃশ্য রাজ্যের এক রেস্তোরাঁয়, দেখুন ভিডিও

June 28, 2024 | < 1 min read

খাবার পরিবেশন করছে রোবট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খাবার পরিবেশন করছে রোবট! কৃষ্ণনগরে জাতীয় সড়কের ধারে মাদার্স হাট নামে একটি রেস্তোরাঁ রয়েছে, সেখানে খাবার পরিবেশনের দায়িত্ব রোবটের কাঁধে! মোট চারজন রোবট সেখানে খাবার সার্ভ করে। তাদের নাম অনন্যা।

মাদার্স হাটে গেলেই শোনা যাচ্ছে কৃত্রিম কণ্ঠস্বর, বলা হচ্ছে; ‘আমি অনন্যা। খাবার নিয়ে যাচ্ছি। আমাকে রাস্তা দেবেন’। একটি যন্ত্র, সেটি চলে ফিরে বেড়াচ্ছে। যন্ত্রের দেহে রয়েছে কয়েকটি তাক। তাতে রাখা খাবারের একাধিক প্লেট। এরকম গোটা কয়েক যন্ত্র ঘুরছে। একের পর এক টেবিলে খাবার নিয়ে যাচ্ছে তারা। দাঁড়িয়ে রয়েছেন মহিলা পরিবেশনকারীরা। তাঁরা রোবটের থেকে প্লেট নিয়ে খাবার পরিবেশন করে দিচ্ছেন। তারপর আবার রোবট ফিরে যাচ্ছে নিজের জায়গায়। চলার পথে কেউ সামনে চলে এলে থেমে যায় অনন্যা। সরে গিয়ে অপর রোবটটিকে বা সামনে থাকা মানুষকে জায়গা ছেড়ে দেয়। রোবট আসার পর রেস্তোরাঁর কাজে গতি এসেছে বলে দাবি মাদার্স হাট কর্তৃপক্ষের।

তিনজন মহিলা কর্মচারী নিয়ে মাদার্স হাট ২০১৩ সালে চালু হয়। তাঁদের মধ্যে একজনের নাম অনন্যা। তাঁর বাড়ি শান্তিপুরের ফুলিয়াতে। দু’জন কাজ ছেড়ে দিলেও থেকে যান অনন্যা। রেস্তোরাঁর কর্ণধার অরিন্দম গড়াই জানান, তখন অনন্যা না থাকলে হয়তো তাঁদের রেস্তোরাঁ বন্ধ হয়ে যেত। প্রথম কর্মচারীকে স্মরণ করে রাখতেই রোবটের নাম অনন্যা রাখা। অত্যধিক পরিশ্রমের জন্য কর্মচারীরা পর্যাপ্ত রেস্ট পান না। তাই রোবট আনার সিদ্ধান্ত। রোবটদের দেখার আকর্ষণ ক্রমে বাড়ছে, মাদার্স হাটে ভিড় উপচে পড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Restaurant, #Food, #West Bengal, #Robots

আরো দেখুন