রাজ্য বিভাগে ফিরে যান

জেনে নিন ২০২৫ সালের মাধ্যমিকে কবে কোন বিষয়ের পরীক্ষা হবে

June 29, 2024 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার নয়া সূচি ঘোষণা করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেটা এগিয়ে আনা হল আরও।

প্রথমে ছিল ১৪ ফেব্রুয়ারি। তারপর ১২ ফেব্রুয়ারি হল। এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হল যে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। নয়া সূচিতে অঙ্ক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে। সাধারণত মাধ্যমিকের শেষের দিকে অঙ্ক পরীক্ষা হয়। এবার প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা পরীক্ষার পরেই অঙ্ক দিতে হবে পড়ুয়াদের। তবে অঙ্ক পরীক্ষার আগে চারদিন ছুটি আছে। তাছাড়া ইতিহাসের আগেও পড়ুয়ারা একদিন ছুটি পাবে। বাকি কোনও পরীক্ষার আগে ছুটি নেই। পরপর হবে সেই বিষয়গুলির পরীক্ষা।

২০২৫ সালের মাধ্যমিকে কবে কোন বিষয়ের পরীক্ষা? তা দেখে নিন-

১) ১০ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা।
২) ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা।
৩) ১৫ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।
৪) ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।
৫) ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।
৬) ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।
৭) ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।
৮) ২২ ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়।

পর্ষদের তরফে জানানো হয়েছে যে সকাল ১০ টা ৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর দুটো পর্যন্ত। প্রথম ১৫ মিনিটে অবশ্য লেখা যাবে না। ওই ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সকাল ১১ টা থেকে পড়ুয়ারা লেখা শুরু করতে পারবে। লেখার জন্য তিন ঘণ্টা থাকবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Madhyamik Exam, #Madhyamik Examination, #Madhyamik 2025, #Education, #West Bengal, #students

আরো দেখুন