বিনোদন বিভাগে ফিরে যান

আয়ের নিরিখে বলিউডের কোন অভিনেত্রী শীর্ষে? জানেন?

June 29, 2024 | 2 min read

ছবি সৌজন্যেঃ SpotBoyE

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৪ সালে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত বলিউড অভিনেত্রীর নাম। চলতি বছরে আয়ের নিরিখে আলিয়া ভাট, কঙ্গনা রানাউতকে পেছনে ফেলে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন আরেক জনপ্রিয় বলিউড অভিনেত্রী। আসুন জেনে নেওয়া যাক কোন ১০ অভিনেত্রী আয়ের নিরিখে কাকে কতটা টেক্কা দিলেন।

১) দীপিকা পাড়ুকোন

ছবিপিছু ১৫ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

২) কঙ্গনা রানাউত

অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের পারিশ্রমিক ছবিপিছু ১৫ থেকে ২৭ কোটি টাকা ।

৩) প্রিয়াঙ্কা চোপড়া


এই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া আছেন তৃতীয় স্থানে। ছবিপিছু ১৫ থেকে ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

৪) ক্যাটরিনা কাইফ

এই তালিকায় ক্যাটরিনা আছেন চতুর্থ স্থানে। ছবিপিছু ১৫ থেকে ২১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

৫) আলিয়া ভাট

ছবি সৌজন্যে: instagram/@aliaabhatt

অভিনেত্রী আলিয়া ভাট ছবিপিছু এই মুহূর্তে নিচ্ছেন দশ থেকে কুড়ি কোটি টাকা পারিশ্রমিক।

৬) করিনা কাপুর

অভিনেত্রী কারিনা কাপুর ছবিপিছু এই মুহূর্তে নিচ্ছেন ৮ থেকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক।

৭) শ্রদ্ধা কাপুর

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ছবিপিছু নিচ্ছেন ৭ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক।

৮) বিদ্যা বালান

অভিনেত্রী বিদ্যা বালান এই মুহূর্তে ছবিপিছু নিচ্ছেন ৮ থেকে ১৪ কোটি টাকা পারিশ্রমিক।

৯) অনুষ্কা শর্মা

অভিনেত্রী অনুষ্কা শর্মা এই মুহূর্তে ছবিপিছু পারিশ্রমিক নিচ্ছেন ৮ থেকে ১২ কোটি টাকা।

১০) ঐশ্বর্য রাই বচ্চন

অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এই মুহূর্তে ছবিপিছু পারিশ্রমিক নিচ্ছেন ১০ কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Alia Bhatt, #Actress, #Bollywood, #Vidya Balan, #anushka sharma, #Priyanka Chopra, #Kangana Ranaut, #Aishwarya Rai Bachchan, #sraddha kapoor, #Deepika Padukone

আরো দেখুন