খেলা বিভাগে ফিরে যান

Euro Cup 2024: ডেনমার্ককে পরাস্ত করে ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানি

June 30, 2024 | < 1 min read

ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানি

জার্মানি-২ ডেনমার্ক-০

(হাভার্টজ-পেনাল্টি, মুসিয়ালা)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ড্যানিশ ডিনামাইটদের মাটি ধরিয়ে ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল জার্মানি। নব্বই মিনিটের শেষে ডেনমার্ককে ২-০ গোলে হারাল জার্মানরা। ডর্টমুন্ডে বৃষ্টির জেরে খেলা ২২ মিনিট বন্ধ রাখেন রেফারি মাইকেল অলিভার। প্রথমার্ধের ফলাফল ছিল গোলশূন্য। দুটি গোলই হলো দ্বিতীয়ার্ধে।

ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন ই হাভের্ৎজ। এর মিনিট ১৫ পরেই ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা। দুই অর্ধেই জার্মানির নিকো শ্লটারবেক ও ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসনের গোল রেফারি বাতিল করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের সাহায্য নিয়ে।

ডেনমার্ক সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। ক্রিশ্চিয়ান এরিকসেনের প্রয়াস ব্যর্থ করেন অ্যান্টনিও রুডিগার। দ্বিতীয়ার্ধে অ্যান্ডারসন প্রতিপক্ষের জালে বল জড়ালে সেটি অফসাইডের কারণে বাতিল হয়। এর ৩মিনিট পর সেই অ্যান্ডারসনের হ্যান্ডবলের সৌজন্যে পেনাল্টি পায় জার্মানি। ভিএআরের সাহায্যে রিপ্লে দেখেই পেনাল্টি দেওয়া হয়।

৬৮ মিনিটে গোল করেন মুসিয়ালা। ইনজুরি টাইমে জার্মানির ফ্লোরিয়ান ওয়ার্টজের গোলও অফসাইজের কারণে বাতিল হয়। হাভের্ৎজ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেও জার্মানির জয় নিশ্চিত করে দেন। ফলে জার্মানি পৌঁছে গেল শেষ আটে।

শেষবার ইউরো কাপের নক আউটে ডেনমার্ক জার্মানির মুখোমুখি হয়েছিল ১৯৯২ সালের ফাইনালে। সেবার ২-০ গোলে জিতেছিল ডেনমার্ক। আজ তাদের ছিটকে দিয়ে প্রতিশোধ নিল জার্মানি। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জার্মানির প্রতিপক্ষ স্পেন ও জর্জিয়া ম্যাচের বিজয়ী দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Denmark, #Euro Cup 2024, #Germany

আরো দেখুন