প্রযুক্তি বিভাগে ফিরে যান

YouTube ব্যবহারেও গুনতে হবে টাকা! খরচ কত জানেন?

June 30, 2024 | < 1 min read

YouTube ব্যবহারেও গুনতে হবে টাকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় অ্যাপ হল ইউটিউব। ভারতে YouTube ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৬ কোটিরও বেশি। তবে বিরক্তিকর বিষয় হল ভিডিওর মাঝে অ্যাড। এবার সেই বিজ্ঞাপন থেকে মুক্তি দিতেই নতুন সাবস্ক্রিপশন প্ল্যান এনেছে ইউটিউব। অর্থাৎ মাসে টাকা খরচ করলেই বিজ্ঞাপন ছাড়াই YouTube ভিডিও উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা।

Youtube Premium ভার্সনের ব্যবহারকারীরা তাদের ডিভাইসে ভিডিও ডাউনলোড করতে পারবেন, যা ইন্টারনেট সংযোগ ছাড়াই দেখা যাবে। এছাড়াও ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালানো যাবে।

সাবস্ক্রিপশন খরচ:

মাসিক: ১২৯ টাকা

ত্রৈমাসিক: ৩৯৯ টাকা

বার্ষিক: ১২৯০ টাকা

কিভাবে সাবস্ক্রাইব করবেন?

সাবস্ক্রাইব করতে হলে প্রথমে YouTube অ্যাপ্লিকেশন খুলে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। তারপর Get Youtube Premium অপশনে ক্লিক করে পছন্দের প্ল্যান নির্বাচন করে পেমেন্টের তথ্য প্রদান করতে হবে।
তবে YouTube কোম্পানি জানিয়েছে, তারা নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের উপর কাজ চলছে এবং প্ল্যান সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে তাদের। আপাতত https://www.youtube.com/premium ২ মাসের বিনামূল্যে বিনামূল্যের ট্রায়াল চালু করেছে কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Google, #YouTube Premium, #subscription plans

আরো দেখুন