কলকাতা বিভাগে ফিরে যান

ভোট মিটতেই পেট্রল-ডিজেল ছ্যাঁকা – দাম বাড়ল জ্বালানী তেলের, স্বস্তি বাণিজ্যিক সিলিন্ডারে

July 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোট মিটতেই পয়লা জুলাই থেকে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। পশ্চিমবঙ্গে লিটারপ্রতি ১.১ টাকা বেড়ে ১০৩ টাকা ৯৪ পয়সা থেকে পেট্রোলের দাম হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা।পাশাপাশি ডিজেলের দাম লিটার প্রতি ১ টাকা বেড়ে ৯০ টাকা ৭৬ পয়সা থেকে হয়েছে ৯১ টাকা ৭৬ পয়সা।

সোমবার সকাল ৬টা থেকে এই নয়া রেটে পেট্রল ডিজেল কিনতে হচ্ছে এরাজ্যে।

পাশাপাশি ১৯ কেজির রান্নার গ্যাসের (বাণিজ্যিক) সিলিন্ডার, যার দাম ছিল ছিল ১৭৮৭ টাকা, সিলিন্ডার পিছু ৩১ টাকা করে কমে হলো ১৭৫৬ টাকা। তবে ১ কোনও বদল হয়নি ৪.২ কেজির রান্নার গ্যাসের দামে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Petrol Diesel Price Hike, #Petrol Diesel Price

আরো দেখুন