রাজ্য বিভাগে ফিরে যান

হুল দিবসে গৌড়বঙ্গজুড়ে সিধো-কানহোকে শ্রদ্ধাঞ্জলি

July 1, 2024 | < 1 min read

গৌড়বঙ্গে পালিত হলো হুল দিবস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার গৌড়বঙ্গে পালিত হলো হুল দিবস। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালিত হয়েছিল এই বিশেষ দিনটি। কোথাও সিধো-কানহোর মূর্তিতে মাল্যদান, তিরন্দাজি, ফুটবল, কোথাও আবার শোভাযাত্রার মাধ্যমে জানানো হয়েছিল সিধো-কানহো শ্রদ্ধা।

বালুরঘাট, উত্তর দিনাজপুরের চোপড়া, রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের তপন, মালদহের হবিবপুরে অনুষ্ঠিত হল সিধো-কানহোর শহিদ দিবস। এ ছাড়াও খাতড়া, রানিবাঁধ, রাইপুর সিমলাপাল-সহ দক্ষিণ বাঁকুড়ার বিভিন্ন জায়গায় যথাযথ হুল দিবস পালিত হয়েছে।

এদিন তালড্যাংরার শিবডাঙা মোড়ে সিধো-কানহোর মূর্তি উদ্বোধন করেন অরূপ চক্রবর্তী। অন্য দিকে ইঁদপুরের বাংলা জয়েন্ট মোড়ে সিধো-কানহোর মূর্তিতে মাল্যদান করেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি-বেসরকারি স্কুলগুলিতে হুল দিবস পালিত হয়েছে।

এছাড়াও খাতড়ার এসডিও মোড়ে সিধো, কানহোর মূর্তিতে মালা দেন আদিবাসী একতা মঞ্চের সদস্যেরা। বড়জোড়া ব্লকের ছান্দার মোড়ে সারা ভারত কৃষক সভার কর্মসূচিতে যোগ দেন সংগঠনের জেলা নেতৃত্ব। বোরো থানার নেকড়া, কুটনি, জামতোড়িয়া, বান্দোয়ান থানার কুচিয়া, শিরিসগোড়ায় বহু ক্লাব ও সংস্থার আয়োজনেও এদিন হুল দিবস পালন করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Purulia, #Bankura, #Hul Diwas Celebration, #Hul Diwas

আরো দেখুন