প্রবল বৃষ্টিতে ভিজবে বঙ্গের একাধিক জেলা, জেনে নিন আপডেট
দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: আগামী কয়েকদিন বাংলা জুড়ে চলবে বৃষ্টিপাত। রাজ্যে ইতিমধ্যেই মৌসুমী বায়ু আগমন হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে একটি নিম্নচাপের সঙ্গে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে আকাশ সাধারণত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।