কলকাতা বিভাগে ফিরে যান

ধাপার মাঠপুকুরে মবিলের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

July 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতায় ফের অগ্নিকাণ্ড। ধাপার মাঠপুকুরে মবিলের কারখানায় আগুন। কয়েক মিনিটের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকেছে  ঘনজনবসতিপূর্ণ গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। তারা এলাকায় আগুন নেভানোর চেষ্টা করছেন। হতাহতের খবর এখনও পর্যন্ত জানা যায় নি।  

দমকলের আশঙ্কা, পার্শ্ববর্তী বাড়িগুলিতেও আগুন যে কোনও মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যেই রাসায়নিক কারখানার ভিতর থেকে বিস্ফোরণের শব্দ আসছে। 

দমকল সূত্রে খবর, ওই রাসায়নিক কারখানাটিতে মবিল তেল ছাড়াও আরও নানা রকম পণ্যের কাঁচামাল রাখা হত। সেগুলির বেশিরভাগই দাহ্যপদার্থ। তাই সেগুলি দ্রুত সরানোর ব্যবস্থাও করেছে দমকল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mobil factory, #Fire, #Dhapa

আরো দেখুন