পকেটের চাপ কমিয়ে সস্তা হবে কোন কোন পরিষেবা? GST কাউন্সিলের বৈঠকে কী সিদ্ধান্ত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পকেটের চাপ কমিয়ে এবার সস্তা হবে নানান পরিষেবা। শনিবার ৫৩তম জিএসটি কাউন্সিলের বৈঠকে উঠে এল নয়া সুপারিশ। সেই সুপারিশ অনুযায়ী কমতে চলেছে বেশ কিছু জিনিস এবং পরিষেবার মূল্য। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় রেলের প্ল্যাটফর্ম টিকিট, বিশ্রাম কক্ষ, ওয়েটিং রুম, ক্লোকরুম এবং ব্যাটারি চালিত গাড়ির ভাড়ায় জিএসটি কমেছে। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের হোস্টেলেও এখন জিএসটি ছাড় প্রযোজ্য। ২০১৭-১৮ থেকে ২০১৯-২০ অর্থবর্ষের জন্য জারি করা ট্যাক্স ডিমান্ড নোটিসের জরিমানা মকুফ করা হয়েছে। তবে শর্ত ৩১ মার্চ ২০২৫ সালের মধ্যে ট্যাক্স পরিশোধ করতে হবে।
চালান ও ডেবিট নোটে ট্যাক্স ক্রেডিট দাবির সময়সীমা বাড়ানো হয়েছে। সব ধরনের কার্টন বাক্সের জিএসটি ১৮% থেকে কমিয়ে ১২% করা হয়েছে। ফায়ার ও ওয়াটার স্প্রিংকলার সহ সব ধরনের স্প্রিংকলারে ১২ % জিএসটি ধার্য করা হবে।