রাজ্য বিভাগে ফিরে যান

বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি? জেনে নিন

July 2, 2024 | < 1 min read

প্রতীকী ছবি

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। ‌যে সমস্ত জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে না সেখানে মেঘলা আকাশ রয়েছে। আগামী ৭দিন মোটামুটি সবকটি জেলাতেই হাল্কা-মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

উত্তর বঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বজায় আছে। আজ‌ও উত্তরের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Weather forecast, #Rain, #Weather Update, #West Bengal

আরো দেখুন