পরীক্ষা না দিয়েই UPSC পাশ করেছেন ওম বিড়লায় কন্যা? আসল সত্য কী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর কন্যা সংক্রান্ত একটি পোস্ট। সমাজ মাধ্যমে নানান পোস্টে দাবি করা হচ্ছে, ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা পরীক্ষায় না বসেই ইউপিএসসি উত্তীর্ণ হয়েছেন।
গত জুন মাস থেকে অঞ্জলি বিড়লার ছবি দিয়ে সমাজ মাধ্যমে লেখা হচ্ছে, একমাত্র ভারতেই পরীক্ষা না-দিয়ে ইউপিএসসি পাশ করা যায়। কেবল লোকসভার স্পিকারের কন্যা হয়ে জন্মাতে হবে তাহলেই সুবিধা মিলবে। ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা পরীক্ষা না দিয়েই ইউপিএসসি পাশ করেছেন।
জানা যাচ্ছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন অঞ্জলি বিড়লা। প্রথম চেষ্টাতে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০২০ সালের ৪ আগস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তাঁর রোল নম্বর ০৮৫১৮৭৬, কনসলিডেটেড রিজার্ভ লিস্টে ৮৯ জনের মধ্যে অঞ্জলি বিড়লার নাম ছিল। এখন রেলমন্ত্রকে কাজ করেন অঞ্জলি বিড়লা।