দেশ বিভাগে ফিরে যান

মহাকাশে যেতে চান? মাত্র ২০৮ টাকা রেজিস্ট্রেশন করলেই হতে পারে স্বপ্নপূরণ

July 3, 2024 | < 1 min read

মহাকাশ ভ্রমণ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহাকাশে যেতে চান? আর ক’দিন পরে আমজনতা চাইলেই কিছু দিনের জন্য ঘুরে আসতে পারবেন মহাকাশে। সৌজন্যে SERA এবং ব্লু অরিজিন। খবর মিলেছে, স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ এজেন্সি (সেরা) ব্লু অরিজিনের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। যার মাধ্যমে কম খরচে থাকবে মহাকাশ ভ্রমণের সুযোগ। ব্লু অরিজিনের তৈরি মহাকাশযানের নাম ‘নিউ শেপার্ড’। এতেই চেপে মহাকাশ ভ্রমণ করতে পারবেন সাধারণ মানুষ।

এছাড়াও জানা গিয়েছে, কারমান লাইন (পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশের মাঝের সীমানা) অতিক্রম করে ১১ মিনিট মহাকাশে থাকার সুযোগ মিলবে। এর জন্য মাত্র ২০৮ টাকায় রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য https://www.blueorigin.com/ ওয়েবসাইটে যেতে হবে। তারপর ৩ ধাপে চলবে যাচাইকরণ প্রক্রিয়া। নেওয়া হবে শারীরিক পরীক্ষাও। এই ধাপে উত্তীর্ণদের পশ্চিম টেক্সাসে ব্লু অরিজিনের লঞ্চ সাইটে ৩ দিনের প্রশিক্ষণ নিতে হবে। ভারত থেকে ৬ জন এই অভিযানে অংশ নিতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#common people, #space travel

আরো দেখুন