Weather Update: রাজ্যে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
July 4, 2024 | < 1min read
রাজ্যে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
কলকাতায় মেঘলা আকাশ থাকবে সঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে রবিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।